বাংলাদেশের টার্গেটে চোখ পাকিস্তানেরও

31

বিশ্বকাপের পর থেকেই কোচহীন বাংলাদেশ ক্রিকেট দল। স্টিভ রোডসের সঙ্গে চুক্তি সমাপ্তিতে খালি হয় পদ। এরমধ্যে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ‘আপদকালীন’ কোচ করে শ্রীলঙ্কা সফর করে টাইগাররা। লঙ্কা সফরে ফলাফল হয়েছে তিক্ত। স্বাগতিকদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছে। লঙ্কান ক্ষত মোছার পথে ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তার আগেই জাতীয় দলের নতুন হেড কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, কোচ বাছাইয়ের চেষ্টায় পাঁচজনকে নিয়ে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। সেই পাঁচ কোচ হলেন- নিউজিল্যান্ডের মাইক হেসন, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, সাউথ আফ্রিকার রাসেল ডমিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। তাদের মধ্যে ডমিঙ্গো ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাতকারও দিয়ে গেছেন। বাংলাদেশের কোচের পদ এখন যেমন শূন্য। ভারতও ইতিমধ্যে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। মিকি আর্থারের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডও। আফগানিস্তানের কোচ আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। তাদের পদও ফাঁকা। বরখাস্ত হয়েছেন শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে। সবমিলিয়ে বিশ্বকাপের পর উপমহাদেশের সব ক্রিকেট দেশেই কোচ বদলের হাওয়া। ফলে উপমহাদেশের দলগুলো মধ্যে একটা প্রতিযোগিতাও চলছে। ক্রিকইনফো নিশ্চিত করছে, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া পাঁচ কোচের মধ্যে মাইক হেসন বাকিদের চেয়ে এগিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং বোর্ডের কয়েকজন পরিচালকও তার প্রতি আগ্রহী। কিন্তু ক্রিকইনফো যখন হেসনকে বাংলাদেশের কোচ হিসেবে এগিয়ে রাখছে, তখন নিউজিল্যান্ডের এক পত্রিকা জানাচ্ছে, পাকিস্তান দলে আর্থারের রেখে যাওয়া জায়গার কথা চিন্তা করছেন হেসন।