বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের বিস্ময়

12

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ২৭ মার্চ নগরীর এক রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি রুহি মোস্তফা, শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল, জেপিএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, মুহাম্মদ আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা প্রণব রঞ্জন চক্রবর্ত্তী, সরওয়ার আমিন বাবু, দপ্তর সম্পাদক রোকন উদ্দীন আহমদ, সরিৎ চৌধুরী, পূর্ণিমা দাশ চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, রেখা রানী বড়ুয়া, অচিন্ত্য কুমার দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, নির্মল কান্তি বড়ুয়া, অরুণ দাশ, সজল দাশ, নারায়ন চন্দ্র দাশ, বিজয় বড়ুয়া, শুভ্রা বড়ুয়া, এম. জসিম উদ্দিন, সমীরন পাল, বেবী দাশ নূপুর, শিউলী আক্তার, রোকসানা পলি, কানুরাম দে প্রমুখ।

কেজিডিসিএল
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক-এর নেতৃত্বে কেজিডিসিএলের সকল মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, কেজিডিসিএল এর অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কেজিডিসিএল কর্মচারী ইউনিয়ন, রেজি: নং চট্ট-২৭৭০ (সিবিএ)’র নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ কেজিডিসিএল প্রধান কার্যালয় হতে শহীদ মিনারে উদ্দেশ্যে পদযাত্রা করেন।

বাংলাদেশ ৮৮
‘বাংলাদেশ ৮৮’র উদ্যোগে চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলা মুখ এর কো-অডিনেটর ডা. মো. মনজুরুল করিম বিপ্লব, জুবায়ের হোসেন, জসিম উদ্দিন মিঠুন, সাখাওয়াত হোসেন সাকু, মাকছুদুর রহমান মাসুদ, আলী মুরাদ সহ প্রমুখ।
বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা.মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রি কলেজ
‘৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত নগরীর বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা.মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডি’র সভাপতি জনাব ছৈয়দ ছগীর আহমদ। অধ্যাপক নাসরিন আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসাইন, অধ্যাপক আবদুল আলিম আজাদ, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক বিশ্বকর শর্মা ভাষ্কর, অধ্যাপক রাবেয়া মাহমুদ ও অধ্যাপক ইসরাক ইরতিফা মাহমুদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক খোন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক শাহীনুর বেগম, অধ্যাপক সায়মন নাহার চৌধুরী, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক মো. আলী, অধ্যাপক শারমিন আক্তার চৌধুরী, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক তাহেরা আক্তার, অধ্যাপক মো. আমিরুল ইসলাম, জনাব সৈয়দ আহমদ সিকদার, জনাব আশীষ দস্তিদার ও প্রভাষক মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ।

উত্তর জেলা বিএনপি
বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বিপ্লব উদ্যানের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পমাল্য অর্পণকালে ও সমাবেশে উপস্থিত ছিলেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ ছালাহ উদ্দিন, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আজম খান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, হাসান মো. জসিম, সরোয়ার উদ্দিন সেলিম শফিউল আলম চৌধুরী, মো. সিদ্দিক, নবাব মিয়া চেয়ারম্যান, কাজী সাইফুল আলম টুটুল, ফজলুল হক, এইচ এম নুরুল হুদা, এডভোকেট কে আলম, আশরাফ উল্লাহ, এডভোকেট ফারহানা, শাহজান সাহিল, গিয়াসউদ্দিন, সুজাউদ্দৌলা সজীব প্রমূখ।

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ
গত ২৬ শে মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- রাতের প্রথম প্রহরে শহীদের স্মরণে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী, সালামত আলী, এ.কে.এম আনিসুজ্জামান, আবুল মাসুদ, এড. দিদারুল আলম, সাধারণ সম্পাদক এড. শাহেদুল আজম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ স্বপন, আলাউদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক মো. কায়সার আহমেদ, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব ইমরান বিপ্লব, চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সদস্য এস.এম শহিদুল ইসলাম সহ ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার থোয়াইনু মং মারমা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ হামিদ আলী, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম, পিএ টু সিভিল সার্জন মফিজুল আলম, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল, স্যানিটারী ইন্সপেক্টর আকবর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার গাজী নুর হোসেন, স্টোর কীপার জাহেদুল ইসলাম, সিসিটি জাফর উল্লাহ, ড্রাইভার খোরশেদ আলম, ড্রাইভার ইউসুফ ও অফিস সহায়ক মোহাম্মদ মুরাদ।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বঙ্গবন্ধু ভাষন এবং সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমানে সভাপতিত্বে ও কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকু, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন আহমেদ, মিজানুর রহমান, মো. জাহেদ, মো. আশরাফুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারাপদ দাশ, ছাত্রলীগ নেতা আসিফুল হক সিফাত প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড
মহান স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এর নেতৃত্বে ক, খ, গ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বাবুল, ক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম, গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দে, দায়রা জজ আদালতের এপিপি এড. আবদুল্লাহ আহসান পিকু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম দুলু, ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি আমির বিন আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. হারুন, মো. আনিছ, মোরশেদা আকবর, যুবলীগ নেতা মাঈনুদ্দিন হানিফ, শামীম আহসান প্রমুখ।

আবেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আবেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ মার্চ রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। স্থানীয় সমাজসেবক সিরাজুল ইসলাম, চাঁন মোহাম্মদ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভা
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে ৫২ তম মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান গত ২৬ মার্চ কলেজস্থ রেড বিল্ডিং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এম.মাহবুব চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা ইউসুফ সিকদার, আবুল বশর ভূঁইয়া, পরিষদনেতা ইকবাল হায়দার, মোসলেহ উদ্দিন মনসুর, এ্যাড কামরুন নাহার, অধ্যাপক ফজলুর রহমান, আবদুর রহমান, কাজী আবদুল হাই, একরাম হোসেন, এ্যাড আবু নাসের চৌধুরী, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মেরাজ তাহসিন শফী, প্রকৌশলী শহীদুল আলম, অচিন্ত্য কুমার দাশ, এম,এ. কাইয়ুম, খুরশীদ রোকেয়া, এ্যাড আবদুল্লাহ আল মামুন, মো. আহসান উল্লাহ খান, এস.এম আবদুল হান্নান, এস.এম শহীদুল ইসলাম, জহুর আহমদ, তৌহিদুল আমিন চৌধুরী, হারুন গফুর ভূইয়া, মো. ইমতিয়াজ আহমেদ, সাকিনা আকতার সুরমা, ইউসুফ আলী, শ্যামল দাশ, মো. ইসমাইল মনু, মো. শরীফ মিলন প্রমুখ।

হাজেরা তজু ডিগ্রি কলেজ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজে জাতীয় সংগীত পরিবেশন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কোরান তেলাওয়াত, মোনাজাত ও আলোচনা সভা। অধ্যাপক ছৈয়দ হোছাইনের কোরান তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাং কুতুব উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন পরামর্শক ও প্রাক্তন অধ্যক্ষ মোহাং দবির উদ্দীন খান, পরামর্শক ও প্রাক্তন অধ্যক্ষ এ. কে. এম. ইছমাইল, উপাধ্যক্ষ জনাব এস.এম. আইয়ুব, অধ্যাপক জনাব আনোয়ার হোসেন ও অধ্যাপক ফারজানা জেসমিন। অধ্যাপক কামরুন নাহার খন্দকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহবায়ক অধ্যাপক রেজিনা খানম ও সদস্যবৃন্দ।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং
পূর্ব নাসিরাবাদস্থ ২ নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উপলক্ষে এক চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সেকশনের কো-অর্ডিনেটর হিজবুন নাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ আসাদ আদিল। আরো বক্তব্য রাখেন জুনিয়র সেকশনের কো-অর্ডিনেটর রোজিনা আক্তার, মতলুবা নাসরিন, নারগিস আক্তার, লুৎফুন্নেসা ডেইজি, রুমানা আক্তার, ফাহমিদা কাউনাইন ও রেজাউল করিম প্রমুখ। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহানগর জাতীয় পার্টি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে নগর জাপার সাংগঠনিক সম্পাদক কে.এম আবছার উদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. এয়াকুব হোসেন, নগর জাপার সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়া, মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর যুবসংহতির সিনিয়র যুগ্ম-আহŸায়ক কায়সার হামিদ মুন্না, নগর জাপার প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, সহ-দপ্তর সম্পাদক এম. শফিউল আজম চৌধুরী লিটন, নগর ছাত্রসমাজের যুগ্ম আহŸায়ক আরাফাত রহমান কচি, মো. আবু হাসান প্রমুখ।

দারুল উলুম কামিল মাদরাসা
বাঙ্গালির স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। রবিবার (২৬ মার্চ ২০২৩ইং) বিকেলে দারুল উলুম কামিল মাদরাসায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্য করেন সুজন। মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মুহাদ্দিস ড. মও. মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত  উপাধ্যক্ষ মও. আনোয়ার হোসাইন, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গর্ভণিং বডির সদস্য অধ্যাপক ড. নুর হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভণিং বডির সদস্য ও কাউন্সিলর শহিদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস মও. আহমদুর রহমান নদভী, মুনাজাত পরিচালনা করেন শায়খূল হাদীস মও. মকছুদ আহমদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন। অনুষ্ঠানে তৃতীয়-চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ৭ই মার্চের  ভাষণ, অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে তনিশ্রা সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার। এতে বক্তব্য রাখেন ছিলেন শামসুননাহাররুবা, শিখারানীশীল, প্রিয়াংকা চৌধুরী, অর্পিতা মুৎসুদ্দী, রুবেল বড়–য়া, শামীম আখতার, মলি ঘোষ, আনিস আহমেদ মনি প্রমুখ।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট :
মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার এ এম মহিউদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রদিয়ে গেছেন আর তারই সুযোগ্য কন্যাজননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
গত রবিবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি মাইনুল হক সিরাজির সঞ্চালনায়এতে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, ইলেকট্রিক্যাল টেকনোলজির বিভাগীয়প্রধান সুব্রত দাস, কম্পিউটার টেকনোলজির বিভাগীয়প্রধান জাবেদ ইকবাল প্রমুখ।