‘বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন বিএনপির হাতে গড়া’

4

 

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর উপহাসমূলক বক্তব্য জাতিকে হতাশ করেছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সরকারেরও মনে রাখা উচিত, বাংলাদেশের অবকাঠামোগত যত লক্ষনীয় উন্নয়ন সবকিছু বিএনপির হাতে গড়া। বিএনপি যে উন্নয়ন করেছিল তা শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে, যার সুফল দেশবাসী ভোগ করছে। ১৯ মে সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। সাতকানিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন গোলাম রসূল মোস্তাক, আহমদুল হক সিকদার, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ লোকমান মেম্বার, আব্দুল মোমেন চৌধুরী, আবদুর রহিম মেম্বার, হাজী ছামাদ, ইঞ্জিনিয়ার মো. জিয়াবুল হোসেন, মোস্তাক আহমদ, দিদার হোসেন, আবুল কালাম, আবদুল নোমান, আবদুল আলীম, মোহাম্মদ মোর্শেদুল আলম, এম সোহেল রানা সওদাগর, মোহাম্মদ ইসমাইল, শাহ আলম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আবছার, নূর মোহাম্মদ, ইউনুছ সওদাগর মেম্বার, শওকত আলী চৌধুরী, মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ রফিক, ছৈয়দ বাহার উদ্দিন বুলু, মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মামুনুর রশিদ মেম্বার। বিজ্ঞপ্তি