বাঁশের ব্যাটকে এমসিসির ‘না’

12

বাঁশের ক্রিকেট ব্যাট নিয়ে হইচই শুরুতেই থামিয়ে দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থার মতে, বাঁশের ব্যাট হবে অবৈধ। ক্রিকেটের বর্তমান আইনে কাঠ ছাড়া অন্য কোনো কিছুর তৈরি ব্যাট দিয়ে খেলার সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে ব্যাটের ব্লেড লেমিনেট করা বা প্রলেপ ব্যবহারের সুযোগও নেই এখনকার আইনে। বাঁশ দিয়ে তৈরি ব্যাট নিয়ে আলোচনার শুরু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে। গবেষকদের একজন, দার্শিল শাহ গার্ডিয়ানকে জানান, মূলত কাঠের ব্যাটের উচ্চমূল্যের কারণেই তারা বিকল্প কিছু নিয়ে গবেষণা করছিলেন। বাঁশ সেখানে বেশ স্বস্তা বিকল্প। দার্শিলের দাবি, তাদের তৈরি এই বাঁশের ব্যাট কাঠের চেয়ে বেশি অনমনীয়, কঠিন ও শক্তিশালী। যদিও কাঠের ব্যাটের তুলনায় এটি একটু ভঙ্গুর।