বাঁশখালী রুটে ফের বেড়েছে বাস ভাড়া

30

বাঁশখালী রুটে চলাচলকারী সুপার ও স্পেশাল সার্ভিস বাসে আবারো ৫টাকা ভাড়া বাড়ানো হয়েছে। এ নিয়ে গত চার বছরে ৫টাকা হারে পাঁচ দফা ভাড়া বাড়ানো হলো। এ নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের সাথে নিয়মিত বিতন্ডায় জড়িয়ে পড়ছেন চালক-হেলপাররা। গাড়ি চালকরা ভাড়া বাড়ানোর জন্য মালিকপক্ষকেই দুষছেন।
বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পুর্বদেশকে বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়টি আমি জানতাম না। খোঁজ নিয়ে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা জানতে চাইবো। যৌক্তিক কারণ না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
জানা যায়, গত চার বছর আগে সুপার সার্ভিস বাস চালু হলে বাঁশখালী পৌরসভা থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া ছিল ৬৫টাকা। সে হারে ভাড়া নিয়ে প্রতিদিন যাত্রী পরিবহন করলেও কিছুদিন পরপর এ গাড়ির ভাড়া বাড়ানো হতো। সর্বশেষ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো ৫টাকা ভাড়া বাড়ানো হয়। সুপার সার্ভিস বাসে প্রতিজন যাত্রীর কাছ থেকে বর্তমানে ভাড়া আদায় করা হচ্ছে ৯০টাকা। একইভাবে স্পেশাল সার্ভিসে ৭০টাকার পরিবর্তে প্রতিজন যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় হচ্ছে ৭৫টাকা। হিসাব অনুযায়ী সুপার ও স্পেশাল সার্ভিস গাড়িতে স্টেশন প্রতি পাঁচ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। বাঁশখালীর জলদী গ্রামের যাত্রী জয় বড়–য়া পূর্বদেশকে বলেন, ‘হঠাৎ করে ৫টাকা ভাড়া বাড়ানো অযৌক্তিক। বাস মালিকরা বারবার বাঁশখালীর যাত্রীদের উপর চাপ সৃষ্টি করে ভাড়া আদায় করছে। তারা যদি ভাড়া না কমায় বাঁশখালীর মানুষকে নিয়ে আন্দোলন করা হবে।’ বিষয়টি অবহিত করা হলে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান পূর্বদেশকে বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। বিষয়টি আমি খোঁজ নিব। তারা সরকার নির্ধারিত কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সার বেশি ভাড়া আদায় করলেই ব্যবস্থা নেয়া হবে।’