বাঁশখালীর ৮০টি এতিমখানা-ধর্মীয় প্রতিষ্ঠানে চাল বিতরণ

10

নিজস্ব প্রতিবেদক

দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার নজির আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ৮০টি এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও মাস্টার নজির আহমদের পুত্র মুজিবুর রহমান সিআইপির উদ্যোগে এসব চাল বিতরণ করা হয়। সকাল থেকে উপজেলার গুনাগরী জুমহুরিয়া মাদ্রাসা, চাম্বল মাদ্রাসা ও শেখেরখীলের বহদ্দারহাট রাস্তার মাথা এলাকায় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চাল হস্তান্তর করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানাসহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে চাল প্রদান করেছি। আমাদের পরিবারের পক্ষ থেকে বছরব্যাপী শিক্ষা বৃত্তি প্রদান, চিকিৎসা সেবা, বই বিতরণসহ নানামুখী কর্মকান্ড চালানো হয়। এরই ধারাবাহিকতায় এবার পিতার মৃত্যুবার্ষিকীতে চাল সহায়তা দিয়েছি।
তিনি তাঁর পিতা ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মাস্টার নজির আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। খতমে কোরআন ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানে। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজনও ছিল। এতে বাঁশখালীর ক্ষণজন্মা শিক্ষাবিদ মাস্টার নজির আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। তাঁর সন্তানদের হাতে গড়া শিল্প কারখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো দেশ-জাতি ও মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও আলোচনায় উঠে আসে।