বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

8

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ৭ম বারের মত ফ্রি বাস সার্ভিস চালু করেছে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পৃষ্ঠপোষকতায় সেবাটি চালু হয়। এতে রেজিস্ট্রেশন অনুযায়ী প্রত্যেকের জন্য আসন নিশ্চিত করা হয়। গতকাল শনিবার নগরী থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি বাস যাতায়াত করে। এবার চার ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১৪টি বাস যাতায়াত করবে বলে জানা গেছে।
এ বিষয়ে সংগঠনটির চবি শাখার সাধারণ সম্পাদক এহসান উদ্দিন নয়ন বলেন, ‘বিগত ৭ বছর ধরে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির পৃষ্টপোষকতায় এ সার্ভিসটি দেওয়া হচ্ছে।’
সংগঠনটির সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, ‘এ বছর আমাদের সার্ভিসে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। পরীক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও রয়েছে।’
উল্লেখ্য, বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০১৭ সালে যাত্রা শুরু করে। প্রতিবছর চবি ভর্তি পরীক্ষায় ফ্রি বাস সার্ভিসের পাশাপাশি বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীসামগ্রী বিতরণ ও শিক্ষা সংশ্লিষ্ট নানা কর্মকান্ড করে আসছে সংগঠনটি।