বাঁশখালীর মেয়ে তেহেসিন এর পিএইচডি অর্জন

81

দক্ষিণ কোরিয়ার চঁকুড়হম ঘধঃরড়হধষ টহরাবৎংরঃু থেকে পিএইচডি অর্জন করেছেন বাঁশখালীর মেয়ে তেহেসিন সামিরা দেলওয়ার (তাওয়িল)। ইতিপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের ওপর মাস্টার্স সম্পন্ন করে ঊধৎষু ঈধৎববৎ জবংবধৎপয অধিৎফ অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে ২০১৭ সালে ঋঁষষ ঋঁহফবফ ঝপযড়ষধৎংযরঢ় নিয়ে এমএস করতে দক্ষিণ কুরিয়ায় পাড়ি জমান। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মোশাররফ আলীর বাড়ির অধ্যাপক দেলোয়ার হোছাইন ও কাওসার পারভীন দম্পতির ৩য় সন্তান।
তেহেসিন জানান, আমার অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে আমার দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। তেহেসিনের মা কাউসার পারভীন জানান, আমার মেয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে বাঁশখালীর নাম উজ্জ্বল করায় মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। বিজ্ঞপ্তি