বাঁশখালীর আবুল বশর হত্যা মামলা তদন্তে পিবিআইয়ের হস্তক্ষেপ চায় পরিবার

21

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে ইউপি সদস্য আবুল বশর তালুকদার হত্যা মামলার তদন্তে পিবিআইয়ের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে নিহত আবুল বশর তালুকদারের ভাতিজা আবুল মনসুর বলেন, নিহতের পরেই এলাকাবাসীর সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপর মামলায় পরবর্তী কার্যক্রম থমকে যায়। এদিকে আসামিপক্ষ প্রভাবশালী হওয়ার মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এমন পরিস্থিতিতে আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার দুইমাস অতিবাহিত হয়ে গেলেও এখনও তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এখনও ঘটনার মূলহোতার পরিচয় জানা যায়নি। আমরা জানতে পেরেছি, প্রধান আসামি নাছিরের সাথে মামলার তদন্ত কর্মকর্তার সখ্যতা রয়েছে। তদন্ত কর্মকর্তার সাথে দেখা করতে গিয়ে মামলার বাদীপক্ষ ও সাক্ষীরা হেনস্তার স্বীকার হচ্ছেন। এই অবস্থায় আমরা মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে সন্দিহান। তাই ন্যায়বিচার পাওয়ার আশায় পিবিআইয়ের সহায়তা কামনা করছি। উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে নির্মমভাবে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য আবুল বশর তালুকদারকে। এ সময় হত্যাকারীরা তার দুটি পা কেটে নিয়ে যায়। একটি পা লাশের পাশে পাওয়া গেলেও অপর পা পার্শ্ববর্তী জঙ্গলে পাওয়া যায়।