বাঁশখালীতে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

10

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলার চাম্বল ও বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অভিযান চলাকালে চাম্বল ইউনিয়নে এনটিবি ব্রিকস ইট পোড়াতে কাঠ এবং কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় ভাটার মালিক আলী নেওয়াজ চৌধুরী ইরানের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে বাহারছড়া ইউনিয়নে গাজী ব্রিকস (জিবিএম) এবং এমভিএম ব্রিকসকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা আইন না মেনে ইট পোড়াতে কাঠ এবং কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।