বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক কুম্ভমেলা শুরু

10

নিজস্ব প্রতিবেদক

হাতি-ঘোড়া সহ নানা ধরনের বাদ্যযন্ত্র ও গাড়ির বহরে মহাশোভাযাত্রার মাধ্যমে বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু হয়েছে। গতকাল দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অর্ধলক্ষাধিক লোকের অংশগ্রহণে শ্রীগুরু সংঘের আয়োজনে বিকাল ৩টায় বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সিনিয়র সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, সমন্বয়ক তাপস কুমার নন্দী, অর্থ সম্পাদক তড়িৎ কুমার গুহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, সাবেক সভাপতি প্রদীপ কুমার গুহ প্রমুখ। এসময় দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন শেষে অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এসময় তিনি বক্তব্য রাখেন।