বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত ১

22

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে হাতির আক্রমণে জাকের হোসেন (৫০) নামে বাকপ্রতিবন্ধী এক ব্যক্তি মারা গেছেন। তিনি নাপোড়া চালিয়া পাড়া গ্রামের মৃত জাফর আহমদের পুত্র। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। পরে বন বিভাগের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর সরকারিভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
স্থানীয়রা জানান, মারা যাওয়া জাকেরের পরিবার গরীব। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি বিয়েও করেননি। প্রতিদিনের মতো গরু নিয়ে পুঁইছড়ি ফরেস্ট অফিস ফেলে আরো দুই কিলোমিটার ভিতরে গেলে সেখানেই হাতির আক্রমণের শিকার হন। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে পাহাড়ি সড়কের পাশে লাশ দেখতে পায় ।
বাঁশখালী বন বিভাগের পুঁইছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ পূর্বদেশকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জাকের হোসেনের লাশ উদ্ধার করি। গভীর পাহাড়ি এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে হাতির আক্রমণে পড়েন তিনি। তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকেও আরো এক লক্ষ টাকা সহযোগিতা করা হবে বলে জানান তিনি।