বাঁশখালীতে হাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

22

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে হাতির আক্রমণে প্রাণ গেছে এক নারীর। তার নাম রশিদা খাতুন (৫৯)। কালীপুর ইজ্জতনগর এলাকার মো. নুরুর স্ত্রী প্রতিদিনের মতো গত ২৫ এপ্রিল পার্শ্ববর্তী পাহাড়ের করিম্যার ঘোনায় কাঠ সংগ্রহ করতে যান। এসময় পেছন থেকে এসে একটি হাতি তাকে ধরে ছুড়ে মারে। এতে তার শরীরের হাড়গোড় ভেঙ্গে যায়। খবর পেয়ে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গুণাগরি আধুনিক হাসপাতালে ভর্তি করান। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে নেয়া হয় বাঁশখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আরো উন্নত চিকিৎসা সুবিধা দেয়ার জন্য তাকে চট্টগ্রামের বাইরে নিতে আত্মীয়-স্বজনদেরকে বলেন চিকিৎসকরা। কিন্তু রশিদা খাতুনের পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় গতকাল শনিবার সকালে। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় তার মৃত্যু হয়।
এই বিষয়ে স্থানীয় শফিউল আজম জানান, চরম দারিদ্র্যতা সামাল দিতে রশিদা খাতুন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গেলে হাতির কবলে পড়েন। শেষতক তিনি গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মারা যান।