বাঁশখালীতে সড়কের পাশে দেয়াল, মানুষ হাঁটছে রাস্তায়

49

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলা পরিষদের সামনের পুরোটাজুড়েই আছে সীমানাপ্রাচীর। এক সময় সেই প্রাচীরের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন ছিল। এখন সেই গাড়ির স্টেশন তুলে দেয়া হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কমেছে। সেখানে প্রধান সড়ক ঘেঁষেই তোলা হয়েছে আড়াই ফুটের দেয়াল। প্রকৃতপক্ষে গাড়ির স্টেশন তুলে দিতে এই দেয়াল নির্মাণ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এই দেয়ালের কারণে পথচারীদের প্রধান সড়ক ধরেই হাঁটতে হচ্ছে। গত একমাস ধরে দেয়ালটি অর্ধনির্মিত অবস্থায় ফেলে রাখায় উপজেলা সদরে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বাঁশখালী পৌরসভার বাসিন্দারা বলেন, প্রধান সড়ক থেকে গাড়ির স্টেশন তুলে দিলেও এখনও অনেক গাড়ি সেখানেই যাত্রী উঠানামা করে। বিশেষ করে সিএনজি অটোরিকশার অঘোষিত স্টেশন এটি। সড়কে যে দেয়ালটি তোলা হয়েছে সেটি দেখতে সুন্দর দেখাচ্ছে না। কারণ এ দেয়ালের কারণে মানুষকে প্রধান সড়ক ধরেই হাঁটতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ দেয়ালের সাথে উপজেলা প্রশাসনের দেয়াল ঘেঁষে যদি ফুটপাত করে হাঁটাচলার ওয়াকওয়ে করে দেয়া হয়, তাহলে মানুষও হাঁটতে পারবে, দেখতেও সুন্দর লাগবে। এখন মানুষ হাঁটছে কখনও রাস্তায়, আবার কখনও পশ্চিমের মার্কেটের সামনে দিয়ে। উপজেলার সড়কে ফুটপাত বলতে কিছু নাই। দেয়াল তোলা জায়গায় কি করছে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাই ভালো জানবেন। আমরা চাই ফুটপাত কিংবা ওয়াকওয়ে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী পূর্বদেশকে বলেন, ‘রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটছে, তাই দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এটাকে ফুটপাত করে ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে মানুষের হাঁটাচলার ব্যবস্থা করে দেয়া হবে। এটির কাজ দ্রæত শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দিব।’