বাঁশখালীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরে আর্থিক সহায়তা

21

নিজস্ব প্রতিবেদক

সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত নাপোড়া-শেখেরখীরের চারটি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
গতকাল শুক্রবার বিকালে নাপোড়ার নিজ বাড়িতে মন্দির কমিটির হাতে এ অর্থ তুলে দেয়া হয়। একইসাথে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কালীপূজা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে শীলক‚প, সরল ও চাম্বলের ক্ষতিগ্রস্ত কয়েকটি মন্দিরে সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, সাধনপুর আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ চৌধুরী, পুঁইছড়ি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাস্টার প্রকাশ কান্তি দাশ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাবলু কুমার দেব, নাপোড়া-শেখেরখীল সার্বজনীন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রাজীব গুহ, শেখেরখীল হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি জহরলাল তালুকদার, সাধারণ সম্পাদক ডা. রামপ্রসাদ দাশ, মিল্টন দাশ প্রমুখ।