বাঁশখালীতে রিস্সো কোসেই-কাই মেডিকেল সার্ভিসের চিকিৎসা ক্যাম্প

3

 

রিস্সো কোসেই-কাই বাংলাদেশ মেড়িকেল সার্ভিস এর উদ্যোগে বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়ন এর সহযোগিতায় বাঁশখালীর শীলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি চিকিৎসা ক্যাম্প শুক্রবার সকালে অনুষ্টিত হয়। রিসসো কোসেই-কাই মেডিকেল সার্ভিস এর সভাপতি অধ্যাপক ডা: কল্যাণ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শলিকুপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কায়েশ সরোয়ার সুমন।
রিস্সো কোসেই-কাই বাংলাদেশ এনজিও কার্যক্রমের প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায়, রিস্সো কোসেই-কাই বাঁশখালীর প্রধান ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার স্বাগত বক্তব্যে সন্মানিত অতিথি ছিলেন এবং চিকিৎসা ক্যাম্পে অংশ গ্রহন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: অসীম কুমার বড়ুয়া. রিস্সো কোসেই-কাই বাংলাদেশ মেডিকেল সার্ভিস এর সাধারন সম্পাদক শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ভাগ্যধন বড়ুয়া, রিস্সো কোসেই-কাই বাংলাদেশ মেডিকেল সার্ভিস এর অর্থ সম্পাদক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: হিমাদ্রী বড়ুয়া, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা: দেব প্রতিম বড়ুয়া, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: দিবাকর বড়ুয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: জয়দত্ত বড়ুয়া, দন্তরোগ বিশেষজ্ঞ ডা স্নেহাশীষ বড়ুয়া, ডা: সৈকত বড়ুয়া, ডা: দ্বীপশিখা বড়ুয়া, ডা: অনিক বড়ুয়া, ডিপলু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, অরুপ বড়ুয়া, শাওন বড়ুয়া, রবিন বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, উজ্জল বড়ুয়া, উদীপ বড়ুয়া, আমান উল্লাহ, মনির সিকদার, প্রীতম, নিশান, চয়ন, আদিত্য, উচ্ছাস প্রমুখ।
রিস্সো কোসেই-কাই বাংলাদেশ এনজিও কার্যক্রমের অংশ হিসাবে রিস্সো কোসেই-কাই মেডিকেল সার্ভিস এর উদ্যোগে বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়ন, সন্ধানী চট্টগ্রাম মেড়িকেল কলেজ ইউনিট সহ বাঁশখালীর সর্বস্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪শতাধিক সাধারন জনগনকে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয়। এ সময় এ মানবতা মূলক কাজের জন্য জাপানভিত্তিক বৌদ্ধ ধর্মীয় সংগঠন রিস্সো কোসেই-কাই বাংলাদেশ এর প্রশসংশা করেন এ কার্যক্রম অভ্যাহত রেখে সাধারন জনগনের পাশে থাকার আহবান জানান। বিজ্ঞপ্তি