বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের চাল বিতরণ

22

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছরের মতো এবারও মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল চাম্বল ও ছনুয়ার দুই হাজার ৫০০ মানুষকে ট্রাস্টের খাদ্য কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক মাওলানা মফিজুর রহমান। এসময় ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ চৌধুরী, ট্রাস্ট প্রতিনিধি মাস্টার ফেরদৌস আক্তার, চাম্বলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের, শিক্ষক মাহফুজুর রহমান, জয়নাল আবেদিন আতিক, তছরিফ উল্লাহ, মিজবাহ উদ্দিন, মেম্বার মোক্তার আহমদ, মোহাম্মদ হোছন প্রমুখ। প্রসঙ্গত, মরহুম মাস্টার নজির আহমদ ট্রাস্ট বাঁশখালীজুড়ে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। ইতোমধ্যে দক্ষিণ বাঁশখালীতে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা কর্মসূচির আওতায় বিনামূল্য বই ও কিতাব বিতরণ, মেধাবীদের বৃত্তি প্রদান, চিকিৎসা কর্মসূচির আওতায় গরীবদের চিকিৎসা সহায়তা, খাদ্য কর্মসূচির আওতায় প্রতিবছর খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এলাকার বিভিন্ন মসজিদ, মন্দিরে নিয়মিত সাহায্য সহযোগিতা দিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট।