বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

9

 

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। ১৯ মে সকালে উপজেলা ভূমি অফিসের নাগরিক কর্নারে বুথ স্থাপন করে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও তহশিলদার, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয় নির্দেশিত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ-শ্লোগানে চলমান নানাবিধ কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে। ইতিমধ্যে ভ‚মি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভ‚মি সেবা নিশ্চিত করতে বাঁশখালী ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারীকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণ ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্র্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানী, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানী গ্রহণ, মিস-কেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টিকরণ, বেদখলকৃত খাস জমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণ ও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লীজ নবায়নের ফি আদায়, মোবাইল কোর্টের মাধ্যমে খাস জমি উদ্ধার, খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং অনলাইন ভ‚মি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা ভূমি অফিস। বিজ্ঞপ্তি