বাঁশখালীতে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

35

বাঁশখালীর ছনুয়া এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আবু তাহের (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছে। নিহত জলদস্যু চকরিয়া উপজেলার আজিজ নগর ফোরকানিয়া ঘোনা এলাকার ছেলে। গত রবিবার দিনগত রাত ৪ টার দিকে ছেলবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান পূর্বদেশকে বলেন, অজ্ঞাত পরিচয়ের নিহত এই ব্যক্তি চিহ্নিত জলদস্যু। আমরা অস্ত্র উদ্ধার করতে গেলে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে জলদস্যুর দল। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক জলদস্যু। এসময় ঘটনাস্থল থেকে ২২ রাউন্ড গুলিসহ দেশি-বিদেশি সাতটি অস্ত্র উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন পূর্বদেশকে বলেন, ছনুয়ায় একজন জলদস্যু বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে খবর পেয়েছি। তার বাড়ি চকরিয়া উপজেলার আজিজ নগর গ্রামে। র‌্যাব তার লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

বাঁশখালীতে ট্যাক্সিচালককে
গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীর সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা এলাকায় শাহাবউদ্দিন (৩২) নামে এক সিএনজি ট্যাক্সিচালককে গুলি করে খুন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে জালিয়াখালী বাজার থেকে ফেরার পথে তাকে গুলি করার ঘটনাটি ঘটে। খুনের ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যের ছেলেকে অভিযুক্ত করেছেন নিহতের পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি। তবে তিনি আটককৃতদের নাম জানাননি।
বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন পূর্বদেশকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে। কি কারণে এ খুনের ঘটনা তা পুলিশ তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরা ইয়াসমিন পূর্বদেশকে বলেন, নিহতের পেটে গুলি করা হয়েছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত শাহাবউদ্দিনের স্ত্রী জান্নাতুল নাঈম হাসপাতালে কান্নারত অবস্থায় বলেন, আমার স্বামী সিএনজি টেক্সী চালায়। আমার তিন ছেলে দুই মেয়ে। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে ফখর উদ্দিন গুলি করে আমার স্বামীকে খুন করেছে।
হাসপাতালে একজন সিএনজি ট্রেক্সিচালক জানান, জালিয়াখালী বাজার থেকে জলদী সড়কে সিএনজি টেক্সি চালায় শাহাবউদ্দিন। তিনদিন আগে তার সাথে ফখরউদ্দিনের ঝগড়া হয়েছে বলে শুনেছি। এ ঘটনার জের ধরে গুলি করেছে ফখর উদ্দিন।