বাঁশখালীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

30

বাঁশখালীর চাম্বল, পৌরসভার ও সরল ইউনিয়নে গত দুইদিনে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার একজন ও গতকাল শনিবার দুইজন শিশু মারা যায়। অভিভাবকদের অগোচরে তিন শিশুই পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, গতকাল শনিবার সকালে পুকুরে ডুবে সরল ইউনিয়নের কালু বলির পাড়ার ফরিদুল ইসলামের মেয়ে ফরিদা আক্তার (১) এবং দুপুরে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার নুরুল আলমের ছেলে আল আমিন (২) মারা যায়। এর আগে গত শুক্রবার দুপুরে পৌরসভার নোয়াপাড়ার রশিদ আহমদের মেয়ে আবিদা আক্তার (৩) মারা যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হীরক কুমার পাল ও আয়েশা মুনমুন বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই তিন শিশুর মৃত্যু হয়েছে। শিশু পরিচর্যায় অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।’