বাঁশখালীতে দু’পক্ষে সংঘর্ষ আহত ৭

9

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর সরল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক স্বতন্ত্র প্রার্থীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে সরলের বাঁশখালী হাকিমিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার জন্য একপক্ষ অপরপক্ষকে দুষছেন।
সরলের বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী ও সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী তালুকদারের সমর্থকদের মধ্যে ঘটনাটি ঘটেছে।
হামলায় আহতদের মধ্যে লেয়াকত আলী তালুকদার, আহমদ উল্লাহ, আব্দুর রহিম,আমান উল্লাহ, হাফেজ হাছানের নাম জানা গেছে। লেয়াকত আলী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ‘এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালিয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী তালুকদারের ছেলে মুরসালিন বলেন, ‘আমরা মিছিল করে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করার সময় মোটরসাইকেল সিএনজি নিয়ে এসে হামলা চালিয়েছে চেয়ারম্যানের লোকজন। এসময় সিএনজি থেকে লাঠিসোটা কিরিচ নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের পাঁচজন আহত হয়েছে।’
সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘আমি পূর্বনির্ধারিত প্রচারণায় বের হয়েছিলাম। এসময় সামনে লেয়াকত আলীর মিছিল আসলে আমরা পাশ দিয়ে সরে যাই। কিন্তু পেছন দিক থেকে আমাদের উপর হামলা চালানো হয়েছে। হামলায় আমার দুইজন কর্মী আহত হয়েছে।’