বাঁশখালীতে ত্বরিকত সম্মেলন জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনিয়তা অনস্বীকার্য

17

বাঁশখালী ত্বরিকত সম্মেলন-২০২৩ গত ৪ মার্চ বাদে যোহর হতে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও ইসলামী যুব কাফেলা এবং মুহিব্বিন, আশেকীনে ত্বরিকত এর যৌথ উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১০ম বার্ষিক ত্বরিকত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত শাহসূফী মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদি (মজিআ) পীর গারাংগিয়া। বাদে যোহর কোরআন তেলোওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাগরিব ফাতেহা শরিফ পাঠ করেন গারাংগিয়া কামিল এমএ মাদরাসা ও হেফজখানার পরিচালক খলিফায়ে গারাংগিয়া শাহসুফী মাওলানা ক্বারী আবদুল মাবুদ। বক্তারা বলেন, মানবজীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আনুগত্যের ব্যাপারে বাইয়াত গ্রহণ করা ঈমানদার মাত্রেরই কর্তব্য। কেননা, বাইয়াত ছাড়া মৃত্যুকে জাহেলি মৃত্যু বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি বাইয়াতের বন্ধন ছাড়াই মৃত্যুবরণ করল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। বাইয়াত বা শপথ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বাইয়াত গ্রহণকারীর সারা জীবন অঙ্গীকারের ওপর অবিচল থাকা অপরিহার্য। গারাংগিয়া দরবার শরীফ এর তত্ত¡াবধানে পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন পিএইচডি গবেষক হযরত মাওলানা শাহজাদা মুহিউদ্দীন মজিদী, মাহফিলের আহŸায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আবদুর রহমান, শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার বাঁশখালী শাখার সভাপতি হযরত মাওলানা শাহ সূফি মীর আহমদ আনছারী, কমিটির সম্পাদক ও ১নং পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দীন। শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্সে ইলসা’র প্রতিষ্ঠাতা বিশেষ আলোচক ছিলেন নুরুল আলম, আলোচনা করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ শাহে আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ড. এনামুল হক, বাঁশখালী হোসাইনিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগ সহকারী অধ্যাপক হযরত মাওলানা ড. মোহাম্মদ ওয়ালি উল্লাহ্ মুঈন, মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার, অধ্যক্ষ আজিজুর রহমান, মাওলানা মোহাম্মদ হামেদ, আহমদ হোছাইন চৌধুরী, ডা. ফররুখ আহমদ, সোহেল তাজ, নুরুল আবছার, শাহজাদা মোহাম্মদ বিন মাহমুদ মজিদী, শাহাজাদা আহমদ বিন মাহমুদ মজিদী প্রমুখ। বিজ্ঞপ্তি