বাঁশখালীতে গুজব ছড়িয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

38

বাঁশখালীতে গুজব ছড়িয়ে তিনজন ছাগল ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বদি আলম (৩৫) ও কামাল উদ্দিন (৪৫)। বাঁশখালীর বশির উল্লাহ মিয়া বাজার ও ইলশা গ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার বাহারছড়া ইউনিয়নে ছাগল কিনতে গেলে ছেলেধরা গুজব ছড়িয়ে তিন ব্যক্তিকে মারধর করা হয়। এ ঘটনায় মোহাম্মদ জনি (৩১), মোহাম্মদ সোহেল (৩২) এবং হৃদয় (১৯) গুরুতর আহত হন। ঘটনার দিন রাতে হামলায় জড়িত ছয়জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন হামলার শিকার মোহাম্মদ জনি। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ।
বাঁশখালী বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল হাসান বলেন, বাহারছড়া ইউনিয়নে ছেলেধরা গুজব ছড়িয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এভাবে গুজব ছড়ানো নিয়ে এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে থানা পুলিশ।