বাঁশখালীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

15

নিজস্ব প্রতিবেদক

মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে বরাবরের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৯ম বার্ষিক মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিখ্যাত ক্বারীদের পাশাপাশি আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে মিসরের শায়খ ক্বারী সামির আনতার মোসাল্লাম ও শায়খ ক্বারী সালাহ মোহাম্মদ সোলাইমান এবং তাঞ্জানিয়ার শায়খ ক্বারী ঈদী সাবানসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন ক্বারীরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নেন। এতে বাঁশখালীসহ চট্টগ্রামের নানা প্রান্তের ক্বারীরাও অংশ নিয়ে সুললিত কণ্ঠে পবিত্র কুরআন পড়ে শোনান অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষকে। এতে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়। এবারের ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের মূল আকর্ষণ ‘বিষয়ভিত্তিক আলোচনার পর মাহফিলে আগত শ্রোতাদের সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ’। এই পর্বে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন দেশবিখ্যাত ইসলামিক স্কলারগণ। পর্দা ও হিযাব সম্পর্কে শরীয়ার দৃষ্টিভঙ্গি, কুরআন-হাদীসের আলোকে মুসলিম উত্তরাধিকার আইনের পর্যালোচনা, প্রত্যাহিক জীবনে একজন মুমিনের করণীয়, বিজ্ঞানময় কুরআনের বিস্ময়কর অলৌকিকত্ব, কুরআন-সুন্নাহর আলোকে নামাযের আহকাম এবং ‘মুসলিম প্রধান দেশে সংখ্যালগুদের প্রতি মুসলিম সমাজের আচরণবিধিঃ প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে তাঁরা আলোচনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস, ডেঙ্গু, ভূমিকম্পসহ সকল বিপদ-আপদ থেকে মুক্তি এবং দেশ-সমাজ ও মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতিবছরের মতো এবারও এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশ বিদেশের খ্যাতিমান ক্বারীদের তেলাওয়াত শুনতে হাজার হাজার মানুষ উপস্থিত হয় সম্মেলনে।