বাঁশখালীতে অগ্নিদুর্গতদের পাশে মুজিবুর রহমান

15

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অগ্নিদুর্গতদের মাঝে ছুটে গেলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান। গতকাল সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ১০ পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুজিবুর রহমানকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা শাহদাৎ ফারুক, এনামুল হক, আইন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি রায়হানুল হক প্রমুখ।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান বলেন, দশটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়েছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরিবারগুলোকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা করেছি। অবস্থা বিবেচনা করে প্রয়োজনে আরও সহায়তা করা হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে কালীপুর ইউনিয়নের জঙ্গল কোকদন্ডী কাজীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় দগ্ধ হওয়া খালেদা বেগম নামে এক প্রতিবন্ধী নারী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।