বাঁচাল সিলেট সিক্সার্স

36

মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসকে বড় ব্যবধানে হারিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ খেলার দৌঁড়ে টিকে থাকল সিলেট সিক্সার্স। গতকাল দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অলক কাপালির দল। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় ১০ বল বাকি থাকতে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
লিগ পর্বে সিলেটের আর তিনটি ম্যাচ বাকি আছে। শেষ চারে খেলতে হলে সিলেটের এই তিন ম্যাচে জিততে হবে। সেই সাথে মেলাতে হবে অন্যান্য সমীকরণ। ৯ ম্যাচ খেলে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সিলেট এখন ষষ্ঠ অবস্থানে আছে। অন্যদিকে, রাজশাহী এই ম্যাচে হারলেও তাদের প্লে-অফে খেলার আশা টিকে আছে। ৯ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন আছে পঞ্চম অবস্থানে। লিগ পর্বে রাজশাহীরও তিনটি ম্যাচ বাকি আছে। ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চিটাগং ভাইকিংস।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার নওয়াজ ২২ রানে নেন ৩ উইকেট। তার স্বদেশের বাঁহাতি পেসার তানভির ৩ উইকেট নেন ১৭ রানে।
শেষের ঝড়ো ব্যাটিং আর আঁটসাঁট বোলিংয়ে নেওয়া ৩ উইকেটে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তানভির।