‘বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন আ’লা হযরত’

5

আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান শুধু যুগের ইসলামি পুনর্জাগরণের একজন মহান দিকপালই ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন কলম সম্রাট। তার লিখিত পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তরজমা কানজুল ঈমান এবং বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফতোয়ায়ে রেজভীয়া বিশ্ব সমাদৃত। এছাড়াও তিনি ছোট বড় প্রায় দেড় হাজার কিতাব রচনা করেন। আহলে সুন্নাত ওয়াল জমা’আত বন্দর থানার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন, মুজাদ্দিদে আলফে সানি ও ইমাম আলা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-ক্বাদেরী। গত শনিবার বন্দর নগরীর এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বন্দর থানার সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, ড. কামাল উদ্দিন আযহরী, মাওলানা মনিরুল হাসান, মুফতি এ.এস.এম জালাল উদ্দিন ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর’র সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আল-ক্বাদেরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা জামেউল আখতার আশরাফী, আলহাজ্ব মোহাম্মদ আলী,মাওলানা ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আল-ক্বাদেরী ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হাছানাত আল-ক্বাদেরীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, মুহাম্মদ জাবেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ছগির আহমদ আল-ক্বাদেরী, মাওলানা মহিউদ্দিন আল-ক্বাদেরী, ইপিজেট থানার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মোর্শেদুল আলম আনোয়ারী প্রমুখ। বিজ্ঞপ্তি