বস্ত্র বিতরণ

4
শীতবস্ত্র বিতরণ করেন প্রধান শিক্ষক সজল কুমার দত্ত
এস.লোকজিৎ স্থবির’র মহাস্থবির বরণ অনুষ্ঠানে বস্ত্র বিতরণ

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
গত ২৫ জানুয়ারি অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। এসময় উপস্থিত ছিলেন দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক নুরুল ইসলাম মিন্টু, সদস্য মো. শহিদুল ইসলাম পিন্টু, জান্নাতুন নুর তানিয়া প্রমুখ।
বৌদ্ধ সম্মেলনে বস্ত্র বিতরণ
নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল বড়–য়া পাড়ায় অনুষ্ঠিত এস.লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণ ১২ দিনব্যাপী অনুষ্ঠানে গত ২৫ জানুয়ারি ছিল অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ। প্রতিদিনের ন্যায় দুপুরে সংঘদানের পর বিকেলে সদ্ধর্মবিশারদ বসুমিত্র মহাথেরর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের উপাধ্যক্ষ উপানন্দ থের, প্রধান ধর্মদেশক কুমিল্লা মজলিসপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাথের, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রজ্ঞানন্দ মহাথের, মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, কানাডা থেকে আগত আনন্দপ্রিয় থের, রতনানন্দ থের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থের, সংঘরতন থের, শাক্যরতœ ভিক্ষু। ভিক্ষু পরিবাসের গুরুত্ব নিয়ে নির্ধারিত মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়–য়া, প্রণব বড়–য়া শিবু, সঞ্জয় বড়–য়া পিপলু, শিক্ষক উদয়ন বড়–য়া। স্বাগত ভাষণ প্রদান করেন শিক্ষক সুধাংশু বিমল বড়–য়া, লায়ন রোনেল বড়–য়া, অরুন বড়–য়া, প্রকাশ বড়–য়া, রিগ্যান বড়–য়া, ব্যাংকার নবরূপ বড়–য়া অমি। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন ব্যাংকার পরিতোষ বড়–য়া। সঞ্চালনায় ছিলেন এডভোকেট বিশ্বমিত্রা বড়–য়া ও হৃদিতা বড়–য়া। এ উপলক্ষে বিশিষ্ট লেখিকা আমেরিকা প্রবাসী ঝর্ণা বড়–য়া, স্বামী- উৎপল চৌধুরী, পুত্র- দীপ চৌধুরী স্বপ্নীল, বিশিষ্ট উপাসিকা বনমায়া বড়–য়া সুমি, স্বামী বেশ্বান্তর বড়–য়া, পুত্র- রিমন বড়–য়া, অস্ট্রেলিয়া প্রবাসী- তাদের অর্থায়নে সন্ধ্যায় বাহির সিগন্যাল বড়–য়া পাড়ায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি