বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচ পরিত্যক্ত ভারী বর্ষণে

29

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরেকটি বড় ম্যাচ দেখার অপেক্ষায় ছিল দেশের ফুটবল সমর্থকরা। ম্যাচের আগে থেকেই শুরু হয় প্রচন্ড বৃষ্টিপাত। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এমন প্রতিকূল পরিবেশের মধ্যেও খেলা দেখতে হাজির দর্শকরা। তবে বৃষ্টি হতাশ করে দর্শকদের। ভারী বর্ষণে ম্যাচ মাঠে গড়িয়েও বাদ দিতে হয় খেলার অনুপযোগী হিসেবে।
ম্যাচ কমিশনার মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন। ম্যাচটি রিজার্ভ ডে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একই ভেন্যুতে আবার মাঠে গড়াবে।
ঢাকা আবাহনী ও নোফেল স্পোর্টিংকে হারিয়ে টানা জয়ের মধ্যে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে শেখ রাসেলের কাছে হেরে লিগের মাত্র একবার পূর্ণ পয়েন্ট হারানো কিংসের সঙ্গে।
তবে, এই ঘরের মাঠে এই ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে বসুন্ধরা কিংস। তাই তাদের উত্তেজনা থাকবে অন্যরকম। কারণ এই ম্যাচে জয় পেলে শিরোপা দৌড়ে থাকা আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধান হবে ৭। পরের দুই ম্যাচে হারলেও শিরোপা উঠবে কিংসের ঘরে।
সেটা কি বৃহস্পতিবারই হবে না আরও অপেক্ষা করতে হবে সেটা সময়ই বলে দিবে।