‘বসুধা তব শুদ্ধ হোক বরষায়’

14

 

বাংলার প্রকৃতিতে বর্ষার যেমন রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি বর্ষার সুর ও ছন্দের মাঝে রয়েছে মানুষের মন-প্রাণ আনন্দিত করে তোলার দারুণ ক্ষমতা। বর্ষা যেভাবে বৃক্ষকে বেড়ে উঠতে সাহায্য করে, জল প্রাণের উদ্ভব ঘটায়। সে জন্যই বর্ষার এত এত বন্দনা। ভালোবেসে প্রকৃতিকে সুরক্ষার আহ্বান জানিয়ে বসুধা তব শুদ্ধ হোক বরষায় শ্লোগানে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম উন্নয়ম‚লক সংগঠন পূর্বা’র আন্তর্জালিক বর্ষা উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও যশোরের এবং ভারতের পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মোট ৩৫ জন শিল্পী। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা। পূর্বা’র উপদেষ্ঠা খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় বর্ষা কথন পর্বে অতিথি ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক আমিনুল এহসান।