বসন্ত উৎসবে বাগীশ্বরীর আয়োজন এসো মা জননী ভুবনমোহিনী

4

 

হলুদ রঙের পোশাক ছেয়ে গেছে শিল্পীরা। বাসন্তী মায়ের পূজা, বসন্ত উৎসবে মিলেছে বাগীশ্বরী সংগীতালয়। ঐতিহ্যবাহী জে এম সেন হল প্রাঙ্গণে বাসন্তী পূজায়, বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা। বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদারের সংগীত পরিচালনায় বাচিক শিল্পী অদিতি সাহার সঞ্চালনায় গত ৭ এপ্রিল বৃহস্পতিবার মাতৃ বন্দনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সমবেত সংগীত ‘এসো মা জননী ভুবনমোহিনী’- অংশগ্রহণে রিমন সাহা, সনাতন দাশ, অমি চক্রবর্তী, ভক্তি দুর্লভ অর্পা, রক্তিম ধর, রিংকু দত্ত, নয়ন গুহ, পুষ্পিতা চৌধুরী, সৌমিত্র দাশ,অভিষেক দাশ, সানি ধর, স্নিগ্ধা দে, রাতি ধর, প্রিয়ন্তী দাশ এবং হৃদিতা দাশ। দ্বৈত সংগীত জাগো মা জাগো” পরিবেশন করেন সৌমিত্র দাশ ও প্রিয়ন্তী দাশ, পঞ্চপ্রদীপের পূজিব আজিকে” পরিবেশন করেন নয়ন গুহ ও ভুক্তি দুর্লভ অর্পা, দশভূজে দুর্গে পদে প্রণিপাত” পরিবেশন করেন সানি ধর ও অমি চক্রবর্তী। সমবেত কণ্ঠে জগৎজননী মা আমাদের” সংগীতে অংশগ্রহণে বাগীশ্বরী শিল্পীবৃন্দ। সবকটি গানের গীতিকার পÐিত নির্মলেন্দু চৌধুরী সুরকার শ্রীমতি জয়ন্তী লালা ও সংগীত শিল্পী রিষু তালুকদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। বাচিকশিল্পী প্রবীর পালের সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দে। আশীর্বাদক ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের মহারাজ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, আনোয়ারা বোয়ালগাঁও মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ প্রমুখ।