বসতবাড়ি ক্ষতিগ্রস্ত লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

42

টানা বর্ষণে জেলার বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পৌর সদরের শালবাগানে পাহাড়ধসে বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে পৌর প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গতকাল সোমবার বিকেলে জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসন।
এদিকে সড়কের উপর পাহাড় ধসে পড়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম জানান, এরইমধ্যে পৌর শহরে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিতে বসবাসরতদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
খাগড়াছড়ি বিশেষ করে শহরের কলাবাগান, নেন্সিবাজার, মোল্লাপাড়া, কৈবল্যপিঠ, আঠার পরিবার, শালবন ও মোহাম্মদপুরসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে বাস করছে সহগ্রাধিক পরিবার। বিগত বছরগুলোতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে।