বশরত নগর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

32

বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর ৮ম শ্রেণি পর্যন্ত একমাত্র সরকারি স্কুল বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ গত ২৬ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর। শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, শাহরিয়ার সুলতানা রুমি ও শারমিন জাহান, এডহক কমিটির সদস্য দিদারুল আলম ও বর্তিকা বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন শিক্ষক সফিকুন্নেসা, শিপ্রা চৌধুরী, কবিতা বড়ুয়া, অর্চনা চৌধুরী, মনোয়ারা বেগম, নাহরিন সুলতানা, নুরুন্নাহার বেগম, শারমিন জাহান মুক্তা, সরস্বতী চৌধুরী, ঝর্ণা চৌধুরী, শিল্পী রাণী সাহা, মোহাম্মদ রফিক প্রমুখ। এছাড়াও সমাবেশে বিপুল সংখ্যক মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৩ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রধান অতিথির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
সমাবেশে প্রধান অতিথি বলেন, সমাজ ও সভ্যতার উন্নয়নে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। পরিবারে মা-ই সন্তানের কাছে প্রথম ও প্রধান শিক্ষক। সন্তান লালন-পালন ও পরিচর্যা করতে গিয়ে সন্তানের সাথে মায়ের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সে মা-ই সন্তানকে সুশিক্ষা দিয়ে আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বিজ্ঞপ্তি