বলে থুতু ব্যববহার নিষিদ্ধের প্রস্তাব আইসিসি কমিটির

23

করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই ক্রিকেট বলে থুতু বা ঘাম ব্যবহারের বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়। বল শাইন করার ক্ষেত্রে কয়েকটি মহল থেকে এসব ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়। অনেক বিশেষজ্ঞও এতে এক মত হন। এবার আইসিসির ক্রিকেট কমিটি থেকেই বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। যদিও ঘামের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি।
ভারতের সাবেক কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির এই কমিটি এক টেলি-কনফারেন্স সভায় বসেন। এক বিবৃতিতে কুম্বলে জানান, এ সময় আমাদের একরকম যুদ্ধ করতে হচ্ছে। আর আইসিসির ক্রিকেট কমিটি এমন কিছু প্রস্তাব দিয়েছে যা ক্রিকেট খেলার পাশাপাশি অন্যদিকগুলোও বিবেচনা করা যয়। আইসিসির মেডিকেল অ্যাডভাইসরি কমিটির প্রধান ডা. পিটার হারবার্টের সঙ্গে আলোচনা করে জেনেছি, থুতুর ব্যবহারে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি। ফলে এই কমিটির প্রস্তাবে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে ঘামের ব্যবহারে কোনো সমস্যা নেই। কারণ, ঘাম থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ এখন এটাই দেখার বিষয় ক্রিকেট কমিটির এই পরামর্শগুলো আইসিসি কিভাবে গ্রহণ করে।