বর্ষার পূর্বে চাক্তাইসহ সব খাল পরিষ্কারের দাবি

6

মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম আসন্ন বর্ষার পূর্বে ওয়ার্ডের ভিতর দিয়ে প্রবাহমান চাক্তাই, বিরজাসহ সকল ছোট-বড় খাল পর্যাপ্ত লোকবল ও লংবুম স্কেভেটর দিয়ে পরিস্কারের দাবি জানিয়েছেন। তিনি সোমবার সকালে বিবৃতিতে একথা বলেন। এর পূর্বে গত রবিবার সকালে এলাকার কে বি আমান আলী রোডের ফুলতলা মোড়ে চাক্তাই বিকল্প খাল থেকে ময়লা অবর্জনা পরিষ্কারের কাজ তদারকিতে যান। এই কাজে নিয়োজিত ছিলো ওয়ার্ডের ১০জন পরিচ্ছন্ন শ্রমিক ও ছোট একটি স্কেভেটর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলে, প্রতিবছর বৃষ্টি হলে বাকলিয়াসহ নিম্নাঞ্চল হাঁটু ও কোমর পানিতে ডুবে যায়। এই বৈশাখে কোনরকম বৃষ্টি ছাড়া গত ১৭ এপ্রিল সকালে ডিসি রোড হাফেজ টাওয়ারের সামনে খালের নোংরা পানিতে সয়লাব হয়ে যায়। খালগুলোর বিভিন্ন স্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য দেয়া বাঁধে ময়লা আবর্জনা জমে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ফাইলে আটকে আছে নগরের সব খাল খননের কাজ। এতে নগরবাসীকে বর্ষাকালে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। বিজ্ঞপ্তি