বর্ষার জলে মুছে যাক হিংসেরা

3

 

প্রতিদিন বালিশের রঙে তোমাদের গন্ধ পাই
গন্ধরা অনেকটা মাতাল পদ্যে গদ্য সাজায়।
স্রোতের মাতাল হাওয়ায় জীবনের স্বাদ খুঁজি
কদমফুলের বিমুগ্ধতায় বরষার জলে চোখ বুঝি।

ঘর্মাক্ত বালিশের পিঠে তোমাদের ঘ্রাণ ছুটে বেড়ায়
জলের খোপায় সোঁদাগন্ধে বেদনারা ফানসি ওড়ায়।
ইচ্ছের কাছে নতজানু হতে কার না ভালো লাগে!
প্রতিটি ভোরের আলো ভালোবাসার সবুজ বাগে।

স্নিগ্ধ এক উড়াল হাওয়ায় কবিতারা গন্ধ ভালোবাসে
বর্ষার জলে মুছে যাক হিংসেরা সব আনাচে কানাচে!
ক্ষমতারা নড়েবড়ে বসুক পাতাল পুরীর ইচ্ছে ভুলে
আমি না হয় বালিশ ভুলে সুখ খুঁজবো তোমার চুলে।

তোমরা যারা পার পেয়েছো ইচ্ছে রেখে বোতল মুখে
সবুজ ঘাসে ভেসে উঠবো দুঃখ ভুলে আপন সুখে!