বর্ষশুরু

39

চৈতি গেলো চলে গত রাতে
বোশেখ নামে দিনের শুরু খুশির ছোঁয়া তা’তে
ঘর দরজায় ফুলের মালা ভোরে মোমের আলো
ঠাম্মি দাদু নেচেই বলে- জ্বালো সবাই জ্বালো!

নতুন নতুন জামা গায়ে ডিসি হিলে যায়
রঙ-বেরঙিণ পুতুল হাতে খুশিতে গান গায়
কেউবা চড়ে ঘূর্ণিগাড়ি, কেউ দোলে দোলনায়
কেউতো উড়ায় শাদা ঘুড়ি দূরের নীলিমায়!

ছোট ছোট শিশুমনি কপালে দেয় টিপ
বাইসকোপেতে দেখছে সেকি দুরন্ত সন্দীপ
বোশেখমেলা ঘুরে শেষে নাড়ু-পাঁচন খাবে
দীপ্ত আশায় ঝিকঝিকঝিক রেলে বাড়ি যাবে!

হাসিখুশি হৃদয় জুড়ে নেইতো কাছে বই
বাইরে ঘরে বর্ষশুরুর আনন্দ হইচই!