বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি নজরুল

19

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশের মানুষকে সু-শিক্ষিত করে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাজেটে সর্বোচ্চ বাজেট দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের ন্যায় চন্দনাইশে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। আলোকিত বাংলাদেশ গড়তে, আলোকিত মানুষের প্রয়োজন।
চন্দনাইশের এই বিদ্যাপীঠ থেকে অনেক আলোকিত ব্যক্তিত্ব আজকে দেশ ছেড়ে বিদেশের আঙ্গিনায় অবদান রাখছেন। গত ৪ মে চন্দনাইশ পৌরসভার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে এক বর্ণাঢ্য র‌্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাশিপ’র সাধারণ সম্পাদক আবদুল কৈয়ুম চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রবীন শিক্ষক (অবসরপ্রাপ্ত) কুমকুম চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশলী আবদুল খালেক, প্রকৌশলী আনিসুর রহমান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আবদুল করিম, গার্মেন্টস ব্যবসায়ী মাহামুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চৌধুরী আমির মো. মুছা, অরূপ রতন চক্রবর্ত্তী, মাহাবুবুর রহমান চৌধুরী, এমএ হাশেম রাজু, অধ্যাপক তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কাজী আকবর হোসেন। আলোচনা শেষে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্মৃতি চারণ ও পরিচিতি অনুষ্ঠান, সবশেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়।