বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে

82

শীতের প্রকোপ যেন দিন দিন বেড়েই চলেছে রাঙামাটিতে। শীতের এ আমেজ কারো কাছে উপভোগ্যকর হলেও কিছু মানুষের কাছে শীত নিবারণ করা হয়ে দাঁড়িয়েছে কষ্টকর। তীব্র শীতে অসহায় এ পাহাড়ি-বাঙালির পাশে এসে দাঁড়িয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। গতকাল শনিবার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। ৩০০ জনের অধিক অসহায় পুরুষ মহিলা এবং ছোট বাচ্চাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, এডিশনাল এসপি জোনায়েত কাউচার, অফিসার ইনচার্জ চন্দ্রঘোনা থানা আশরাফ উদ্দিন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, লংবতি ত্রিপুরা, ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, নজরুল মেম্বার প্রমুখ। এসময় তথ্যমন্ত্রী বলেন, নিজেকে একজন প্রকৃত নাগরিক তখন মনে হয়, যখন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। উন্নয়নের জোয়ারে ভাসছে এ দেশ। শেখ হাসিনাকে শক্তিশালী করতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। এ কম্বল নৌকা মার্কার কম্বল। আমি আপনাদের পার্শ্ববর্তী সুখবিলাস এলাকার সন্তান। আপনাদের নেতা দীপংকর তালুকদার এ অনুষ্ঠানে আসতে না পেরে শুভেচ্ছা জানিয়েছেন। আশা করি রাজস্থলীবাসী শেখ হাসিনার পাশে থাকবে। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। তাই জনগণ এ আওয়ামী লীগকে চায়।