বর্তমান সময়ে রাজনীতি চর্চার চেয়ে পদ প্রাপ্তির চর্চাই বেশি

31

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, বর্তমান সময়ে রাজনৈতিক চর্চার চেয়ে পদ প্রাাপ্তি ও পদ পাইয়ে দেওয়ার চর্চা দেখে সত্যি বিচলিত হই, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে রাজনীতির গুনগত মান যাচাই বাচাই না করে পদ পাইয়ে দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। ফজলুল হক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা ব্যক্ত করেন।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গাজী জাফর আলম বি.কম, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর কাশেম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ শুক্কুর, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চেয়ারম্যান, ধলই ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম হোসেন চৌধুরী সেলিম।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, আবু হানিফ চৌধুরী, এস এম ইসমাঈল বাবুল, সেলিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ নেজাম উদ্দিন, মিনু আরা বেগম, মাস্টার মোহাম্মদ হাসান, কামাল উদ্দিন চৌধুরী, মাস্টার ফখরুদ্দিন কাদেরী, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ খোরশেদ, জাকির হোসেন মোল্লা, কবির হোসেন, আব্দুর রহিম সুবেদার, মোহাম্মদ মকবুল হোসেন। স্বেচ্ছাসেবকদলের নেতা এডভোকেট মাইনুদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার, রহিম উদ্দিন রাজু, টিকলু তালুকদার, মোহাম্মদ লোকমান। যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, আব্দুল মাবুদ শিমুল, মোহাম্মদ শাহজাহান খান, শফিকুল ইসলাম বাবু, আবুল হাসেম, মোহাম্মদ তৈয়ব, ফোরকান হোসেন সুমন, নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি