বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কল্যাণে অবদান রাখবে : এমপি নজরুল

17

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ সৃষ্টি করছে সরকার। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই, উপবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ, প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। তারা দেশ, সমাজ, পরিবার সর্বপরি দেশের উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
গত ২৩ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর মাস্টার মনছফ আলী-জাহানারা বেগম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষানূরাগী জসিম উদ্দীন চৌধুরী মন্টুর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা পরিষদ সচিব দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকত কান্তি দাশ।
আলোচনায় অংশ নেন, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, অধ্যাপক একরাম হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী কায়ছার, জাগির হোসেন চৌধুরী, আবুল কাশেম, মুজিবুর রহমান, মো. ওসমান গণি, মো. সোহেল, নুরুল আমিন প্রমুখ। এ সময় তিনি ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।