বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে

45

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেছেন, ‘বিজয় ফুল উৎসব’ স্বাধীনতার ইতিহাস সৃষ্টি করেছে। বিজয়ের মাসে জাতীয় ফুল শাপলা কে বিজয় ফুল হিসেবে চিহ্নিত করে বর্তমান প্রজন্মের সন্তানদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘বিজয় ফুল উৎসব’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সাবরিনা আফরিন মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুসরাত সুলতানা ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও বিভাগের অধীন ১১ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রূপে প্রাইমারী, ‘খ’ গ্রূপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি এবং ‘গ’ গ্রূপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘বিজয় ফুল উৎসব’ উপলক্ষে অনুষ্ঠিত মোট ৮টি বিষয়ের প্রতিযোগিতায় দলীয় ও এককভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কারসহ সনদপত্র তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় দলীয়ভাবে ‘ক’ গ্রæপে নোয়াখালীর অরুন চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়-১ম, চাঁদপুরের শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরী স্কুল-২য় এবং কুমিল্লার নবাব ফয়জুন্নেচ্ছা সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩য় স্থান অর্জন করেন। ‘খ’ গ্রূপে চাঁদপুরের মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়-১ম, বান্দরবানের মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়-২য় এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-৩য় স্থান অর্জন করেন। ‘গ’ গ্রূপে চট্টগ্রামের বোয়ালখালীস্থ কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়-১ম, কুমিল্লার দেবীদ্বার মফিজ উদ্দিন আহমদ পাইলট উচ্চ বিদ্যালয়-২য় এবং চাঁদপুর সদরের জানে আলম একাডেমি-৩য় স্থান অর্জন করেন। দেশাত্ববোধক সংগীতে দলীয়ভাবে ‘ক’ গ্রূপে চাঁদপুরের মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়-১ম, রাঙ্গামাটির জুড়াছড়ির পানছড়ি ভূবনজয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়-২য় এবং কক্সবাজারের রামুর মেরংলোহা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়-৩য় স্থান অর্জন করেন। ‘খ’ গ্রূপে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়-১ম, কুমিল্লা জিলা স্কুল-২য় এবং রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়-৩য় স্থান অর্জন করেন। ‘গ’ গ্রূপে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-১ম, চাঁদপুরের আল-আমিন একাডেমি-২য় এবং খাগড়াছড়ি সরকারী কলেজ ৩য় স্থান অর্জন করেন। দলীয় জাতীয় সংগীত, দেশাত্ববোধক সংগীত এবং এককভাবে ক, খ ও গ গ্রূপে বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও একক অভিনয় প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারীরা আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ‘বিজয় ফুল উৎসব’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। বিজ্ঞপ্তি