‘বর্ণিল ইচ্ছে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

4

বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে ‘নন্দন বইঘর’ থেকে প্রকাশিত প্রাবন্ধিক, কবি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত কুমার চক্রবর্ত্তীর ‘বর্ণিল ইচ্ছে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন গত ১২ অক্টোবর অনুুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন, মঞ্চ-অভিনেতা ও নির্দেশক আহমেদ ইকবাল হায়দার, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী এবং মঞ্চাভিনেতা দুলাল দাশগুপ্ত।
অনুষ্ঠানের প্রারম্ভে কবি রঞ্জিত কুমার চক্রবর্ত্তী তাঁর সদ্য প্রকাশিত কবিতাগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনান। বক্তারা তাঁদের অনুভূতি জানিয়ে বলেন ‍‍‍‍‌‍-এ গ্রন্থের কবিতায় স্বদেশ, সমাজ, স্মৃতিকাতরতা, বিশবোধ এবং সমকাল মূর্ত হয়ে উঠেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্চাভিনেতা এবং গণসংগীত শিল্পী সুজিত চক্রবর্ত্তী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চণ্ডীপাঠ ও সঙ্গীতালেখ্য পরিবেশন করেছে ‘সৃজামি সাংস্কৃতিক অঙ্গন’ এবং একক সঙ্গীত পরিবেশন করেছেন চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পীবৃন্দ। পরদিন ১৩ অক্টোবর একই মঞ্চে সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত এলাকার আগ্রহী ও অস্বচ্ছল মানুষের জন্য ব্রাহ্মণবাড়ির ব্যবস্থাপনায় ও মেডিসার্ভ-এর সহযোগিতায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি