বরিশালের জন্য এসিড টেস্ট

23

বরিশালে স্টেডিয়াম প্রতিষ্ঠার ৫৩ বছর পর এই প্রথম আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সে ম্যাচকে ঘিরে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, আগামী ২৬ অক্টোবর শনিবার বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টোডিয়ামে ৪দিনের যুব আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বরিশালে অবস্থান করছে।
সকাল সাড়ে ৯টায় বল মাঠে গড়াবে। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচ (যুব টেস্ট) শেষ হবে ২৯ অক্টোবর। ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।