বরমায় শম্ভু লক্ষী ট্রাস্টের উদ্যোগে বস্ত্র বিতরণ

45

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চন্দনাইশের বরমায় গত রবিবার মাইগাতাস্থ শম্ভু-লক্ষী ট্রাস্টের উদ্যোগে কুইন সোপ ফ্যাক্টোরির সৌজন্যে দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক অর্থ সম্পাদক রুবেল দেবের ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র, সাবান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। বরমা, মাইগাতা, বাতাজুরি, সেবন্দী, সুচিয়া, বাইনজুরি, ধামাইরকুল, বৈলতলী গ্রামের প্রায় ২০০ ব্যক্তিকে পরিধেয় পোশাক, সাবান ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বরমার মাইগাতা লোকনাথ সেবাশ্রম মন্দির সংলগ্ন শম্ভু-লক্ষী হাউসে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) নিবেদিতা চাকমা। শম্ভু দেবের সভাপতিত্বে ও রুবেল দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, লক্ষী দেব, বাকুল ব্যানার্জী, নিধান দেব, শিক্ষিকা গোপা দেব, মুন্নী দে ও সুজিতা তালুকদার। উপস্থিত ছিলেন কনক বড়ুয়া, জুয়েল দেব, সম্রাট দেব, মোজাম্মেল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

শাহজাহান শাহ্র
খোশরোজ আজ

হাটহাজারী উপজেলাস্থ ধলই শাহী দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্ (রা.)-এর খোশরোজ শরীফ আজ ৮ অক্টোবর মঙ্গলবার মাজার শরিফ চত্বরে মহা সমারোহে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হতে খত্মে কোরআন, মাজার শরীফ গোসল, পুষ্প প্রদান, জিয়ারত, মিলাদ, কিয়াম, মোনাজাত, বাদে মাগরিব হযরত শাহজাহান শাহ্ (রা.) কমিউনিটি সেন্টারে ‘সুফীসাধক হযরত শাহ্জাহান শাহ্ (রা.) একটি পরিশুদ্ধ আত্মা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি