বরকলে হাওনখালী খালের উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু

21

মো. শাহাদাত হোসেন, চন্দনাইশ

অবশেষে উপজেলার বরকল শহীদ রফিক সড়কের হাওনখালী খালের উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু। ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অর্থায়নে আগামী ১ বছরের মধ্যে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। জানা যায়, ২০১৫ সালে ২৫ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ৪৭ ফুট দৈর্ঘ্য এ ব্রিজটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়। নিদিষ্ট সময়ে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করতে না পারায় ব্রিজ নির্মাণের কাজ ভেস্তে যায়। ব্রিজের সচিত্র প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবশেষে চলতি বছর ২ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছেন। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার উত্তর বরকল-পশ্চিম কানাইমাদারী শহীদ রফিক সড়কের হাওনখালী খালের উপর ব্রিজ নির্মাণের জন্য ২০১৫ সালের শেষের দিকে ২৫ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে কার্যাদেশ পেয়ে ২০১৬ সালের মার্চ মাসে কাজ শুরু করে মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স। বিভিন্ন অজুহাতে দীর্ঘ দেড় বছরে সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজের কাজে কোন অগ্রগতি করতে পারেনি। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর টেন্ডার বাতিল হয়ে ব্রিজের ডিজাইন পরিবর্তন করে বরাদ্দ বৃদ্ধি করে ১ কোটি ৭০ লক্ষ টাকার প্রকল্প দেয়া হয়। চলতি বছর প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদন পেয়ে টেন্ডার দিয়ে ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। দীর্ঘ সময় ধরে ব্রিজটি নির্মাণ না হওয়ার কারণে এলাকার শিক্ষার্থী, রোগী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে রোগী কিংবা অন্তঃস্বত্বা মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে ব্যাপক কষ্ট স্বীকার করতে হয়েছে এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দা এড. হামিদুর রশিদ চৌধুরী বলেন, বরকল ছালামতিয়া মাদরাসা, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, কানাইমাদারী কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, মামুন খলিফা (রহ.) জামে মসজিদসহ বিভিন্ন এলাকার মানুষ এবং শিক্ষার্থীদের এ ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়। অথচ এ ব্রীজটি দীঘ ৭ বছর পূর্বে ভেঙে পড়লে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহন করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ব্রিজ নির্মাণের কাজ তেমন এগিয়ে যায়নি। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এলাকাবাসীর দুর্দশার কথা চিন্তা করে এগিয়ে এসেছেন। তার এ আন্তরিক প্রচেষ্টাকে এলাকাবাসী কৃতজ্ঞতা ভরে আজীবন স্মরণ করবেন। উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, প্রথমে ব্রিজের ডিজাইনে কিছুটা ত্রæটিপূর্ণ থাকায় ডিজাইন পরিবর্তন করার কারণে সময় এবং বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তিনি আশা পোষণ করেন নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য উম্মুক্ত করা সম্ভব হবে।