বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নূর-আয়েশা খান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

2

পেকুয়া প্রতিনিধি

সম্প্রতি টানা বর্ষণে সিলেটের সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরঞ্জের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় চরম খাদ্য সংকট ও দুর্ভোগ দেখা দিয়েছে। এসব বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য ও ওষুধসামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন কক্সবাজারের পেকুয়ার নূর-আয়েশা খান ফাউন্ডেশন। গত শনিবার ফান্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খানের নির্দেশে ওই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্য ও দেশে-বিদেশে থাকা বিভিন্ন শ্রেণির পেশাজীবি অর্থ সহয়তায় ত্রাণ সমগ্রী নিয়ে সিলেটের বানভাসীদের উদ্দেশ্যে রওনা দেন ১৪ সদস্যের একটি টিম। সেখানে গিয়ে কানাইঘাটের বাশবাড়ি, ফাগু, ঝিংগারখাল ও কটালপুরের ৩৫০ পরিবারের মাঝে শুকনা খাবার ও প্রায় দুই হাজার মানুষের মাঝে ওষধ বিতরণ করেছে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক রেজাউল করিম, উপদেষ্টা ডেন্টিস্ট শফিকুল ইসলাম, প্রবাসী দাতা সদস্য মোহাম্মদ আলী হোসাইন, ফুরকান, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম, সদস্য ডেন্টিস্ট আব্দুল মান্নান, ইফতেখারুল ইসলাম ইফতি, নুরুল আজিম, তারেক নাজেরি, জিয়াবুল করিম ও নাঈম প্রমুখ।