বন্যহাতি এবার তান্ডব চালালো সাতকানিয়ায়

24

সাতকানিয়ার লোকালয়ে হানা দিয়েছে বন্যহাতির দল। গত বৃহস্পতিবার রাতে ছদাহা এলাকায় প্রবেশ করে হাতির দল। এরপর তারা আমন ধান খেয়ে আবার পাহাড়ে ঢুকে পড়ে। এছাড়া গতকাল শুক্রবার রাত ১০ টায়ও হাতির দল ছদাহার পাহাড়ি এলাকায় অবস্থান করছিল।
উল্লেখ্য, সম্প্রতি হাতির দল লোহাগাড়া উপজেলার লোকালয়ে এসে ফসলের ব্যাপক ক্ষতি করে। আর বোয়ালখালীতে তান্ডব চালিয়ে ৩ জনকে পায়ে পিষ্ট করে মারে হাতির দল।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে একদল হাতি উত্তর ছদাহার লোকালয়ে হানা দেয়। এ সময় হাতির দল ছদাহার বিলে নেমে অনেক কৃষকের আমন ধান খেয়ে ফেলে এবং ব্যাপক ক্ষতি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী জানান, বন্যহাতির দল বৃহস্পতিবার রাতে উত্তর ছদাহায় ঢুকে পড়ে। বিলে নেমে দীর্ঘক্ষণ ধান খাওয়ার পর আবার পাহাড়ে ঢুকে পড়ে। দলটি এখনও ছাদাহা এলাকার পাহাড়ে অবস্থান করছে। ফলে লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বন বিট কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, বন্যহাতির দলটি আবারও লোকালয়ে নেমে আসতে পারে। তাই হাতিগুলোকে পাহাড়ের দিকে ফিরিয়ে দিতে আমরা প্রস্তুত রয়েছি।