বন্যহাতির দাঁত পাচার চক্রের ২ সদস্য অটক

5

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি হাতির দাঁতসহ পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান্দগাঁও থানার টেকবাজার রেলক্রসিং এলাকার একটি ভবনে একটি চক্র অবৈধভাবে বন্যহাতির দাঁত নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. শহিদুল আলমকে (৪০) আটক করা হয়। পরে আসামিদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত জব্দ করা হয়।
র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বন্যহাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। আসামিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্যহাতির দাঁত দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।