বন্ধ শ্রমবাজার খোলার প্রত্যাশায় প্রবাসীরা

42

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন আজ রবিবার। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী আবুধাবি ন্যাশনাল অ্যাক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সফরকালে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক এবং আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের খবরে শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশায় এখন আনন্দে উদ্বেলিত প্রবাসী বাংলাদেশিরা।
প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ সময় যাবত বাংলাদেশিদের বন্ধ থাকা নতুন নিয়োগ ভিসা উন্মুক্ত হতে পারে বলে আশা করছেন তারা। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, শ্রমবাজার উন্মুক্ত হলে দেশীয় শ্রমিক সঙ্কটের শূন্যতা পূরণের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের দুর্ভোগ লাঘব হবে। নতুন করে কর্মসংস্থান হবে হাজার হাজার বাংলাদেশির। তাই তারা এখন আশায় বুক বেঁধে অপেক্ষার প্রহর গুণছেন।